এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এফ আলী ফাউন্ডেশন এক মতবিনিময় সভা করেছে। ৫ আগষ্ট সকালে কাপাসিয়া প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এফ আলী ফাউন্ডেশন বাংলাদেশে ও প্রবাসে সমাজ উন্নয়ন মূলক শিক্ষা, চিকিৎসা, লিগ্যাল সার্ভিসসহ নানা বিধ কাজে সহযোগিতা করছে।
কাপাসিয়া প্রেস ক্লাব সহ সভাপতি সঞ্জিব কুমার দাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদ এর সাবেক জিএস ও এফ আলী ফাউন্ডেশন চেয়ারম্যান আমেরিকা প্রবাসী শাহজাহান শেখ, অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, সাংবাদিক জাকির হোসেন কামাল, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সাংবাদিক নুরুল আমীণ সিকদার, সাংবাদিক শাকিল হাসান মোড়ল, সাংবাদিক মন্জুরুল হক, সাংবাদিক সমির বণিক, সাংবাদিক আকরাম হোসেন রিপন, সাংবাদিক তপন বিশ^াস, সাংবাদিক আকরাম হোসেন হিরন, সাংবাদিক আবু সাঈদ রনি, সাংবাদিক রুহুল আমীন প্রমুখ।
কাপাসিয়ার কৃতি সন্তান প্রয়াত নেতা বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.হান্নান শাহ, সাবেক এমপি ডাঃ ছানাউল্লাহ, ড. গোলাম হোসেন, প্রবীন আওয়ামীলীগ নেতা খালেদ খুররম, কাপাসিয়া কলেজের সাবেক ভিপি মোশারফ হোসেন ভূইয়ার প্রতি এফ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভায় এফ আলী ফাউন্ডেশান চেয়ারম্যান শাহজাহান শেখ বলেন, কাপাসিয়ার গণমাধ্যম কর্মীরা দেশ ও জাতির কল্যানে কাজ করবে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে বলে আমি বিশ^াস করি। আমি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রঞ্চ কাউন্টি কমিউনিটি বোর্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছি। সেখানে দেশের কথা বলছি। দেশের মানুষের জন্য কাজ করছি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নবাগত ইমগ্রান্টি কমিউনিটির বাসস্থান, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা বিষয়ক নানাবিদ সরকারি বেসরকারি ক্ষেত্রে রিসোর্সে সহযোগিতা করি।
উল্লেখ, কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামের কৃতি সন্তান প্রবীণ শিক্ষক আলফাজ মাস্টারের আমেরিকা প্রবাসী মেয়ে নাসরিন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর ওই দেশের গণমাধ্যম কর্মীদের যথাযথ সংবাদ প্রকাশ করা এবং এফ আলী ফাউন্ডেশন চেয়ারম্যান শাহজাহান শেখ এর সহযোগিতায় আইনী ও অর্থনৈতিক সহযোগিতা পেয়েছে নিহতের পরিবার।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস