বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:৩৫:০৯

কাপাসিয়ায় আক্তার হত্যা মামলায় ১৪ জনের ১০ বছরের কারাদণ্ড

কাপাসিয়ায় আক্তার হত্যা মামলায় ১৪ জনের ১০ বছরের কারাদণ্ড

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার যুবক আক্তার হোসেন হত্যা মামলায় ১৪ জনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ফজলে এলাহি ভূইঁয়া এ রায় ঘোষনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, খিরাটি গ্রামের ইসমাইল, লেহাজ উদ্দিন, আকরাম হোসেন, রফিকুল ইসলাম, রুবেল, কাজিম উদ্দিন, আবুল কালাম, তানজিল, ঘাগটিয়া গ্রামের আব্দুল মোতালিব ও সিংগুয়া গ্রামের সুরুজ মিয়া।
রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত চার আসামী আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন, ইসমাইল, রুবেল, তানজিল ও সুরুজ মিয়া। বাকিরা পলাতক রয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় সন্মানিয়া গ্রামের অপর আসামী মানিক মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মামলার বিবরনে জানা যায়, উপজেলার খিরাটি গ্রামের আক্তার হোসেনের কাছে আসামীরা ভিসিআর কেনার জন্য ১০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় ২০০২ সালের ১৭ সেপ্টেম্বর তাকে প্রথমে পিটিয়ে পরে তাকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে