মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ০২:৫৬:১৫

পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ পাগলি বলে

পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ পাগলি বলে

নিউজ ডেস্ক : রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায়  এক মানসিক প্রতিবন্ধী পাগলি মা খোলা আকাশের নিচে রাস্তার ধারে এক নবজাতকের  জন্ম দিয়েছন। তবে মা পাগলি বলে বাবা দাবিদার কাউকে পাওয়া যায় নি। নবজাতককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শংকর শরণ স্থানীয় প্রশাসনের সহায়তা তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গাজীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শংকর শরন বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় মানসিক প্রতিবন্ধী মা ও সদ্য জন্ম নেয়া ছেলে শিশুকে উদ্ধার করে সু-চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তাদের কোন নাম-পরিচয় ও স্বজনদের খোঁজ মেলেনি। শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। মা ও নবজাতক উভয়ই সুস্থ রয়েছে। সমাজ সেবা কার্যালয় থেকেই তাদের চিকিৎসার ব্যয় ভার গ্রহণ করা হবে।

গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে