শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে: গাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক শীতলক্ষ্যা পত্রিকার ২৭ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার বিকেল ৫টায় সাবেক এমপি কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমি এমপি।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও শীতলক্ষ্যার প্রতিষ্ঠাতা সম্পাদক আইয়ুবুর রহমান খান, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারি, কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, দৈনিক গণমুখ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, গাজীপুর জেলা জাতীয় পার্টির নেতা মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এম এ গণি, গাজীপুর থেকে প্রকাশিত বাংলাভূমি সম্পাদক এম নজরুল ইসলাম আজহার, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এড. রেজাউর রহমান লস্কর মিঠু, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমূখ।
এর আগে শীতলক্ষ্যা কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান, প্রধানমন্ত্রীর প্রেস উপ-সচিব আশরাফুল আলম খোকন। এছাড়া শুভেচ্ছা জানান, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মেয়র প্রার্থী কামরুল আহ্সান সরকার রাসেল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সিনিয়র ভাইস চেয়ারম্যান ও প্রিন্সিপাল ব্রাঞ্চের ব্যবস্থাপক আবুল আলম ফেরদৌস, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আমানত হোসেন খান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, গাজীপুর সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল ইসলাম প্রমূখ।
এ সময় প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি বলেন, সাপ্তাহিক শীতলক্ষ্যা দীর্ঘ সময় ধরে গাজীপুরের বিভিন্ন সংবাদ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরছেন। আজ এর ২৭ বছর উদযাপন হলেও আমরা চাই যেন শত বছরও এভাবে উদযাপন করতে পারে। তিনি আরো বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। আর এই সংবাদপত্রের মাধ্যমে দেশ ও জাতি সব সংবাদ খুব সহজেই পেয়ে থাকেন।
এ সময় প্রধান অতিথি শীতলক্ষ্যা পত্রিকার একটি অনলাইন ভার্সন উদ্বোধন করেন। অনুষ্ঠানে দীর্ঘ পথ পরিক্রমা অতিক্রম করায় পত্রিকার সম্পাদক শেখ তমিজ উদ্দিন আহম্মদ খোকাকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস