এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি শিল্পপতি আলম আহমদকে উপদেষ্টা নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গাজীপুরের কাপাসিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ছবি সম্বলিত টানানো পোস্টার ও ব্যানার কতিপয় যুবক ছিড়ে পদদলিত করার অভিযোগ উঠেছে।
বাংলাদেশ কৃষকলীগ কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লিখিত ও বিতরণকৃত প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি স্বাধিন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ভাগিনা শিল্পপতি আলম আহমদকে কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি উপদেষ্টা নির্বাচিত করেছেন। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তৈরী বিলবোর্ড উপজেলার বিভিন্ন জায়গায় টানানো হয়।
গত ৫ নভেম্বর রোবাবার সকাল ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমির কাপাসিয়া সফরে এসে বিলবোর্ড ও পোস্টার দেখে ক্ষুব্দ হন।
এ সময় কাপাসিয়া ডাকবাংলোর সামনে লাগানো পোস্টার ও বিলবোর্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা আঃ রব দরর্জী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিব ঘোষের নেতৃত্বে উপস্থিত কয়েকজন উশৃংখল দলীয় কর্মী তা ভাংচুর ও ছিড়ে পদদলিত করে বলে নেতৃবৃন্দ অভিযোগ করে।
কাপাসিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আইন উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু অভিযোগ করে বলেন, শুধুমাত্র রাজনৈতিক কারনে ঈর্ষান্বিত হয়ে কৃষকলীগের সকল কর্মসুচিতে নানা ভাবে বাধা সৃষ্টি করছে এবং দলীয় নেতা-কর্মীদের ভয়-ভীতি ও হুমকী প্রদান করছে।
ইতিপূর্বে গত ২৭ সেপ্টেম্বর কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ¦ মোতাহার হোসেন মোল্লা ও উপদেষ্টা আলম আহমদের নেতৃত্বে হিন্দু ধর্মীয় দূর্গা পূঁজা মন্ডপ পরিদর্শনেকালে মোটর শোভাযাত্রায় হামলা ও বাধা প্রদান করে। লিখিত বিবৃতিতে নেতৃবৃন্দ এসকল কর্মকান্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এছাড়া ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংগঠনের উর্ধতণ কর্তৃপক্ষের কাছে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস