শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭, ১০:২৯:৩৭

শ্রীপুর-কাপাসিয়া-মনোহরদী সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রিমি

 শ্রীপুর-কাপাসিয়া-মনোহরদী সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রিমি

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগের অর্থায়নে গাজীপুরের গোসিংগা-কাপাসিয়া- ত্রিমোহনী মোড় ভায়া আড়াল-হাতিরদিয়া ব্রীজ পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

৮ নভেম্বর বুধবার বিকালে সড়কের কাপাসিয়া ডাকবাংলো মোড়ে এ কাজের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি ।

সড়ক নিমার্ণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধণী সভায় সমাজসেবক সোলায়মান সরকার সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী এ কে এম শাহীন রেজা, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমূখ।  
 
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মাওনা-শ্রীপুর-গোসিংগা-কাপাসিয়া-আড়াল-সনমানিয়া হয়ে  হাতিরদিয়া-মনোহরদীর ২৭ কিঃ সড়কের নির্মান কাজের ব্যয় হবে এক শত ৬ কোটি টাকা। ওই সড়কে ৬টি কালভার্ট, ৪টি ব্রীজ নির্মাণ করা হবে। এছাড়া সড়কের কাপাসিয়া দস্যুনারায়নপুর হতে ডাকবাংলো মোড় পর্যন্ত সড়কে ১২ ফুট প্রসস্থের স্থলে আঠারো  ফুটে উন্নতি  করা হবে। এতে দুই কিলোমিটার পর্যন্ত আরসিসি ঢালাই দ্বারা নির্মাণ কাজ করা হবে।

উল্লেখ, দীর্ঘদিন যাবত শীতলক্ষ্যা নদী তীরবর্তী কাপাসিয়ার -দস্যুনারায়ন সড়কের বেহাল দশা ছিল। এ সড়কের পাশের্^ গড়ে উঠা অর্ধশতাধিক বালি মহালের নির্গত পানির কারনে ওই সড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়। ফলে যানবাহনসহ সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যহত হয়। এলাকাবাসির দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগ এই সড়কের সংস্কার কাজের উদ্যোগ গ্রহন করেন।  
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে