এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নির্বাচন বুধবার উপজেলার বেগুনহাটি ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
আগামী তিন বছরের জন্যে এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চাপাত আকবরিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ শহীদুল্লাহ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কড়িহাতা ইউনিয়ন আলিম মাদরাসার প্রভাষক মোঃ ফারুক হোসেন।
সমিতির প্রধান নির্বাচন কশিনার অধ্যক্ষ মোঃ নূরুজ্জামান জানান, সকাল দশটা থেকে উপস্থিত ভোটারদের মধ্য থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের জন্যে মনোনয়ন পত্র বিতরণ করা হয়। এতে সভাপতি পদে সুপার মাওলানা মোঃ শহীদুল্লাহ, মাওলানা মোঃ মোমতাজ উদ্দিন, মাওলানা মোঃ বিল্লাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে প্রভাষক মাওলানা মোঃ ফারুক হোসেন মনোনয়ন পত্র জমা দেন।
সাধারণ সম্পাদক পদে অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রভাষক মাওলানা মোঃ ফারুক হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
অন্যদিকে সভাপতি পদে দুপুর ১২টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত ২শত দশ ভোটারের মাঝে ১শত ৬৯ জন ভোটার বিরতিহীন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে সুপার মাওলানা মোঃ শহীদুল্লাহ ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মোঃ বিল্লাল হোসেন পেয়েছেন ৫৪ ভোট। এ সময় কাপাসিয়া উপজেলায় কর্মরত সাংবাদিক এবং এস আই সুমনের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস