এফ এম কামাল হোসেন , কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলণ গতকাল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। পরে সম্মেলণের কাউন্সিল পর্বে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্রস্তাব সমথর্নের মাধ্যমে মজিবুর রহমানকে সভাপতি ও আব্দুর রব দর্জীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দীপক মজুমদার খোকনের সভাপতিত্বে শহরের প্রবীন আওয়ামীলীগ নেতা মরহুম খালেদ খুররমের বাস ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
ইফতেখায়রুল ইসলাম লিটনের পরিচালনায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া সম্মেলনের শুভ উদ্বোধণ করেন।
অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ অ্যাড মোল্লা আবু কাওছার, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ্, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন জর্জ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ূম ভূঁইয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি এমপি বলেন, দলীয় কাজ করতে গেলে ভুল ত্রুটি থাকতে পারে, সেই সকল ভুল ভ্রান্তি শুধরিয়ে একসাথে কাজ করতে চাই। আগামী দিনে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহবান জানান। তিনি নতুন কমিটিকে আগাম শুভেচ্ছা জানিয়ে দলের প্রতি আনুগত্য ও দ্বায়বদ্ধতা স্বিকার করে কাজ করার পরামর্শ দেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস