রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৬:২৭:৩৫

কাপাসিয়া বিএনপির ১৮ নেতা-কর্মীর জামিন

কাপাসিয়া বিএনপির ১৮ নেতা-কর্মীর জামিন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম সহ নেতা-কর্মীদের বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে দায়েরকৃত জন নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গতকাল রোববার ১৮ জনকে গাজীপুর আদালত জামিন দিয়েছেন।

বিএনপি দলীয় সূত্রে জানা যায়, গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারাহ্ মামুন এর আদালতে বিএনপির ১৮ নেতা-কর্মী হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। রোববার সকালে ২য় দফা দীর্ঘ শুনানী শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে তারা হাইকোর্টে আতœসর্মপন করে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন।  উল্লেখ, ২০১৭ সালের ১১ নভেম্বর বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী মোড়ে বিএনপি দলীয় নেতা-কর্মীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জন নিরাপত্তা বিঘিœত করে এবং বিক্ষোভ প্রদর্শণ করে আতংক সৃষ্টি করে বলে কাপাসিয়া থানা পুলিশ অভিযোগ তুলেন। পরে ওই দিন রাতে থানার এস আই হেলাল উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ২৫ এর ঘ ধারায় ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই দিন রাতেই উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ূন কবির সরকার, সহ-সভাপতি মনির হোসেন পালোয়ান এবং টোক ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রশিদকে গ্রেফতার করে। পরে গাজীপুর আদালত তাদের জামিন মঞ্জুর করেন। মামলার উল্লেখযোগ্য আসামীরা হলো- কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, উপজেলা যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ূন কবির সরকার, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন অলক, জেলা কৃষকদল নেতা ইস্কান্দার আলম জানু, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বয়োবৃদ্ধ আলহাজ¦ ইসমাইল হোসেন সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাদ্রাসা সুপার মাওলানা কফিল উদ্দিন, জেলা ছাত্রদল নেতা মতিউর রহমান মতি, বিএনপি নেতা হাবিবুর দরজী, যুবদল নেতা শহীদুল্লাহ, মোজাম্মেল হক, কৃষকদল নেতা সোলায়মান মোড়ল, ছাত্রদল নেতা রোবেল, মাহমুদ, স্বপণ ফরাজী, ইয়াহিয়া প্রমূখ।  
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে