এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় পল্লী বিদ্যুতের নতুন লাইন স্থাপন কাজে নিয়োজিত মনির হোসেন (২০) নামে এক শ্রমিক খুঁটির নিচে চাপা পড়ে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কবিরের বাজার নামক স্থানে। মনির বগুড়া জেলার গাবতলী থানার বুটিয়াভাঙ্গা এলাকার রিপনের পুত্র।
জানা যায়, উপজেলার কড়িহাতা ইউনিয়নের গিয়াস উদ্দিন মেম্বারের বাড়ি হতে দরগাটেক এলাকায় দীর্ঘ দিন যাবত পল্লী বিদ্যুতের নতুন লাইন স্থাপনের কাজ চলছে। লাইন স্থাপনের কাজে নিয়োজিত সাব-কন্ট্রাক্টর শহীদের লোকজন গতকাল শুক্রবার দুপরে ঠেলাগাড়ি যোগে বিদ্যুতের খুঁটি নিয়ে কবিরের বাজার মোড় সংলগ্ন পশ্চিম পাশে পৌঁছলে ঠেলাগাড়িটি উল্টে যায়। এ সময় শ্রমিক মনির হোসেন বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে। উপস্থিত আল-আমীনসহ অন্যান্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে এবং গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মনিরকে মৃত ঘোষনা করে। শ্রমিকরা সহকর্মী মনিরের লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে কাপাসিয়া থানার এস আই শাহ্জাহান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস