নিউজ ডেস্ক: গাজীপুরে সমতল থেকে প্রায় ১০ ফুট গভীরে দেবে গেছে সড়ক ও ফসলি জমি। এতে কাপাসিয়া ও শ্রীপুরে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যু নারায়ণপুর এলাকায় ভোরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আকস্মিকভাবে ১৬ ফুট প্রস্থের পাকা সড়কসহ দেবে যায় প্রায় দুই হাজার বর্গফুট জমি। এতে কলাবাগানসহ নদী তীরবর্তী অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এছাড়া দেবে যাওয়া জমির পাশেই বেশ কিছু বসত বাড়ি রয়েছে। এর আগে ২০০৩ সালে একই স্থানে অনুরূপ জমি দেবে যাওয়ার পর মাটি ভরাট করে স্থানীয়রা। ১৫ বছর পর আকস্মিক এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এলাকায় আতংক বিরাজ করছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস