সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:২৭:৪৮

আনসার ও ভিডিপিকে প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আনসার ও ভিডিপিকে প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুর: আগামী জাতীয় নির্বাচনে ভোটগ্রহন নির্বিঘ্ন করার ভুমিকা রাখতে আনসার ও ভিডিপিকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর।

আজ সোমবার গাজীপুর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ-২০১৮ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিজেদের সম্পদ দিয়ে করছি। কারো কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে নয়। বাংলাদেশ হবে উন্নয়ন সমগ্র দেশ। বিনা পয়সায় আমরা বই দিয়েছি। প্রত্যন্ত অঞ্চলে যেখানে স্কুল, কলেজ ছিল না, আমরা সেখানে স্কুল, কলেজ খুলে দিয়েছি।

“আমাদের আনসার ভিডিপিকে জাতীয় পতাকা আমরা দিয়েছি। আপনারা আওয়ামী লীগের আমলে সব ধরণের সুবিধা পেয়েছেন। আপনাদের কাজের প্রতি সেবা সবকিছু আওয়ামী লীগ সরকার করেছে। যথাযথ ভাতা প্রদানে আওয়ামী লীগ সরকার ব্যাহত রেখেছে। আসন্ন নির্বাচনে আপনাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। নির্বাচন সুষ্ঠুভাবে হোক সেটাতে আপনাদের সচেতন থাকতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিদের স্থান হবে না। মাদক জঙ্গিবাদে আপনাদের সন্তান জড়িত না হয় অভিভাবকদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশ ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে