শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮, ১২:২৫:০৪

রাজেন্দ্রপুর সেনানিবাসে প্রশিক্ষণ নিচ্ছে ২৮টি দেশের সশস্ত্র বাহিনী সদস্য

রাজেন্দ্রপুর সেনানিবাসে প্রশিক্ষণ নিচ্ছে ২৮টি দেশের সশস্ত্র বাহিনী সদস্য

গাজীপুর : গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে চলছে ২৮টি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম। বৃহস্পতিবার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের জন্য বিশেষ এ প্রশিক্ষণ সাংবাদিক প্রতিনিধি দলের সামনে তুলে ধরা হয়।

রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং-বিপসট। যেখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছে ২৮ দেশের সশস্ত্র বাহিনীর প্রায় ১২০০ সদস্য।

বিচ্ছিন্নতাবাদিদের আক্রমণ প্রতিহত করা, চেকপোস্ট রক্ষা, আক্রান্ত দেশে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণ থেকে শুরু করে শান্তিরক্ষার প্রতিটি পদক্ষেপের জন্য এখানে রয়েছে হাতে কলমে উন্নত প্রশিক্ষণ।

আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশের এই প্রশিক্ষণ কেন্দ্রটি জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীর উন্নত প্রশিক্ষণের জন্য প্রসিদ্ধ, জানালেন বিপসট কমান্ডেন্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্ল্যাহ।

এই প্রশিক্ষণ কেন্দ্রটির পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার স্টিভেন টাকোসি।

গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ১২ মার্চ পর্যন্ত।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে