গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়রপ্রার্থী চান্দনা চৌরাস্তা মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা মুসল্লিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।
তাদের বক্তব্যের পর খতিব মাওলানা আবদুল মালেক কৌশলে দুজনের জন্যই মুনাজাত করেন। মোনাজাতে খতিব বলেন, ‘হে আল্লাহ! হে রাহমানুর রাহিম! যিনি সমাজের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর তাকে আপনি মেয়র নির্বাচিত করুন। এ সময় মুসল্লিরা আমিন, আমিন ধ্বনিতে ইমাম সাহেবের দোয়ার প্রতি নিজেদের সমর্থন জানান।
জানা যায়, জুমার নামাজের জন্য দুপুর ১২টার দিকে বিএনপির মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার গাজীপুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে আসেন। কিছুক্ষণ পর আওয়ামী লীগের মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলমও এ মসজিদে প্রবেশ করেন।
খুতবার পর হাসান উদ্দিন সরকার প্রায় দুই মিনিটের বক্তৃতা দেন। তিনি মসজিদের দাতাপক্ষের জন্য (হাজী সবেদুল্ল্যা সরকার গং) এবং অসুস্থ মেয়র এমএ মান্নানসহ এলাকার মুরুব্বি ও মৃত ব্যক্তিদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তবে তিনি নির্বাচনী বা রাজনৈতিক কোনো বক্তৃতা দেননি।
হাসান সরকারের বক্তৃতা শেষ হলে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশে করেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম। তিনিও মুসল্লিদের উদ্দেশে কথা বলার সুযোগ পান। তিনি প্রায় দুই মিনিট বক্তৃতায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। নামাজ দুই মেয়রপ্রার্থীকে পরস্পর কুশল বিনিময় করে কোলাকুলি করতেও দেখা গেছে।
এমটি নিউজ/এপি/ডিসি