শুক্রবার, ১১ মে, ২০১৮, ১১:৫৭:০৬

সেই আট জেব্রা গাজীপুরে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে

সেই আট জেব্রা গাজীপুরে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে

গাজীপুরে: পাচারের উদ্দেশ্যে আনা নয়টি জেব্রার মধ্যে জীবিত উদ্ধার আটটিকে গতকাল দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রাকে করে যশোর থেকে সাফারি পার্কে এগুলো আনা হয়। সেই আট জেব্রা গাজীপুরে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিছুর রহমান জানান, গত বছরের মে থেকে এ বছরের মার্চে জন্ম নেওয়া তিনটি শাবকসহ সাফারি পার্কে ১৪টি জেব্রা রয়েছে। নতুন আটটিসহ বর্তমানে পার্কে জেব্রা পরিবারের সদস্য হলো ২২টি।

সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন নিজাম উদ্দিন জানান, আটটি জেব্রাই শারীরিকভাবে দুর্বল। তার মধ্যে একটি খোঁড়াচ্ছে। তাদের দ্রুত চিকিৎসা দেওয়া দরকার। এর মধ্যে একটি পুরুষ ও সাতটি মাদি। এর আগে পার্কে থাকা ১৪টি জেব্রার মধ্যে সাতটি হলো পুরুষ ও সাতটি মাদি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের খুলনা অঞ্চলের ফরেস্টার মোশাররফ হোসেনের কাছ থেকে আটটি জীবিত জেব্রা বুঝে নেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন।

তিনি জানান, ‘উদ্ধার আটটি জেব্রা বুঝে নিয়ে প্রজাপতি বেষ্টনীর পাশের একটি বেষ্টনীতে রেখেছি। জেব্রাগুলোর বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। এগুলোর বয়স আনুমানিক পাঁচ থেকে সাত বছর।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে