রবিবার, ১৩ মে, ২০১৮, ০৬:৪১:১৪

গাজীপুরে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই, আহত ৩

গাজীপুরে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই, আহত ৩

গাজীপুর থেকে: গাজীপুরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে একটি মোবাইল ব্যাংকিং এজেন্টের ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার উনিশে টাওয়ারের নীচে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে দু'জন গুলিবিদ্ধসহ আরও তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে আসাদ ও ইকবালকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ও ওই এজেন্টের মালিক মহিউদ্দিন জমাদ্দার জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার গ্রেট ওয়াল্ড হাউজিং সোসাইটির নিজ প্রতিষ্ঠান জমাদ্দার এন্টারপ্রাইজ থেকে আসাদ, ইকবাল ও সুমন বিক্রিত ১১ লাখ টাকা একটি বেসরকারি ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দিতে যায়। বেলা ১১টার দিকে তারা ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই ব্যাংকের নীচে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে।

এসময় ছিনতাইকারীরা রিভলবার ধরে টাকার ব্যাগ দিতে বলে। পরে ব্যাগ নিয়ে টানাটানির একপর্যায়ে ছিনতাইকারীরা আসাদ ও ইকবালকে লক্ষ্য করে ৪/৫টি গুলি ছুড়ে। এসময় ছিনতাইকারী একজনকে ঝাপটে ধরার চেষ্টা করলে সুমন মিয়াও পায়ে সামান্য আহত হয়। পরে আতঙ্ক সৃষ্টি করে টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা দুইটি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে গুলিতে আহত আসাদ ও ইকবালকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে নেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা করা হয়।

খবর পেয়ে গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফাজ্জল হোসেন ও জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাকারীদের ফেলে যাওয়া গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করে। বিকেলে এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে