টঙ্গি: বৃষ্টিতে সড়ক মহাসড়কে রাস্তায় হাটু-পানি বা কোমর পানি দেখায় যায়। তবে এবার রাস্তায় গড়াগড়ি খেতে দেখা গেলো শত শত মাছ।
মহাসড়কে এতো সংখ্যক মাছ দেখে থমকে দাঁড়ায় যাত্রীরা। আশপাশের উৎসুক জনতা ভিড় জমায় সেখানে। মহাসড়ক দিয়ে চলাচল করা যানবাহনের যাত্রীরা তাকিয়ে দেখছিলো সে দৃশ্য।
উৎসুক জনতা মুহূর্তেই মুঠোফোনে সেই দৃশ্য ধারণ করতে শুরু করে। কেউ কেউ আবার সেলফি তুলে সেসব ছড়িয়ে দিচ্ছিল সামাজিক মাধ্যম ফেসবুকে।
ঘটনাটি গতকাল মঙ্গলবারের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকার।
যেভাবে মাছ রাস্তায়-
দিনভর বৃষ্টির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় ছিলো হাঁটু পানি। বিকেলে পানি কিছুটা কমে আসলে স্বাভাবিক হয় গাড়ি চলাচল।
এর মধ্যে সন্ধ্যা ছয়টার দিকে মাছ বোঝাই একটি ট্রাক টঙ্গী কলেজ গেইট এলাকায় পৌঁছালে পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়।
সামনের ট্রাকে ছিল মাগুর মাছ। এগুলো বিক্রির জন্য ঢাকার দিকে নিয়ে আসা হচ্ছিল। পেছনের ট্রাকের ধাক্কায় সামনের ট্রাকের কয়েকটি ড্রাম মহাসড়কে পড়ে যায়।
পরে ট্রাকে থাকা মাছের মালিক ও আশপাশের লোকজনের সহায়তায় মাছগুলো মহাসড়ক থেকে ট্রাকে তুলে নিয়ে যায়।
এই দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দিলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই সেসব পোস্টের নিচে হাস্যরসাত্বক মন্তব্য করেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর