 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ভোট দিয়েছেন।
গাজীপুরে চলছে ভোট গ্রহণ, সকালেই ভোট দিলেন জাহাঙ্গীর।
মঙ্গলবার সকাল ৯টা ১৪ মিনিটে তার নিজ এলাকা কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন জাহাঙ্গীর আলম। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১১৮ জন।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে এ নির্বাচন শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর