গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার বিষয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারের অভিযোগকে মিথ্যাচার বলেছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। বলেছেন, তফসিল ঘোষণার পর থেকেই এই ধরনের মিথ্যাচার করে আসছেন বিএনপি নেতা।
মঙ্গলবার সকাল আটটায় ভোট শুরু হওয়ার এক ঘণ্টা পর নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন জাহাঙ্গীর। আর কেন্দ্র থেকে বের হয়ে তিনি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে।
আর সকাল আটটার পর টঙ্গীতে নিজ কেন্দ্র বশিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে ১০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন হাসান উদ্দিন সরকার।
এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘তিনি তফসিল দেয়ার দিন থেকে বিভিন্ন ধরনের অনিয়মের কথা এবং বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছেন। আমি বলেছি তিনি একজন মুরুব্বি মানুষ, কিছু না জেনেশুনে গাজীপুরের মানুষের নামে এবং গাজীপুরের ভোটারদের নামে কিছু বলা ওনার ঠিক হবে না।’
‘ওনি বিএনপির সাথে রাজনীতি করেন। বিএনপির সাথে রাজনীতি করা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গাজীপুরের মানুষকে এবং গাজীপুরের ভোটারদের অনিয়মের কথা বলা ঠিক হবে না।’
প্রতিপক্ষের প্রার্থীদের আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে, গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি নাগরিকের মূল্যায়নের স্বার্থে সবাই যেন আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট করি। নিজ কিংবা দলের স্বার্থে যেন কোন মিথ্যাচার না করি সেই অনুরোধ করছি।’
ভোটের কী খবর তার কাছে আছে-জানতে চাইলে নৌকা মার্কার প্রার্থী বলেন, ‘বৃদ্ধ হতে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ নিজ দায়িত্বে ভোট কেন্দ্র আসছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।’
‘যারা যারা ভোট দেবেন তারা ভোট কেন্দ্রে আসছেন। আমার যারা নেতাকর্মী আছেন ওনারা সবাইকে সহযোগিতা করবেন। আমরা শুধু আওয়ামী লীগ নয়, সব দলের ভোটারকে এখানে স্বাগত জানাচ্ছি। তারা যেন সুন্দরভাবে ভোট দিতে পারে এবং তাদের অধিকার যাতে বাস্তবায়ন করতে পারে এর জন্য আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেয়া আছে।’
‘গাজীপুরে যাতে কোনো অনিয়ম না হয়, তার জন্য সরকারি কর্মকর্তা ও আমাদের দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ হলো সর্বশেষ ভোটারও যেন সন্মানের সঙ্গে ভোট দিতে পারেন সেই দিকে খেয়াল রাখবেন। আমি মানুষের অধিকার আদায়ে এখানে দাঁড়িয়েছি।’
আরেক প্রশ্নে জাহাঙ্গীর বলেন, ‘আমি আমার বাড়ির কেন্দ্র ভোট দিতে আসছি। আমি মনেকরি ৪২৫টা ভোট কেন্দ্রের খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছি। আমি যতটুকু জেনেছি সকালে বৃষ্টি ছিল, এখন নাই। তাই মানুষ কেন্দ্রে আসা শুরু করেছেন।
‘আমি সব কেন্দ্রেই ভিজিট করবো।’
‘ভোট মানুষের নাগরিক অধিকার। তারা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের ভোট দিতে পারেন সেটাই আশা করি।’
ভোটের কী ফলাফল আশা করছেন-এমন প্রশ্নে জাহাঙ্গীর বলেন, ‘আমরা গাজীপুরের মানুষের প্রতি আস্থাশীল। গাজীপুরের মানুষ মানুষ আমাকে ভোট দেবে বলে আশা করি।’
‘গাজীপুরের মানুষ আমাকে তাদের সন্তান হিসাবে, সেবক হিসাবে লক্ষ লক্ষ ভোট দেবে বলে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ নৌকার বিজয় হবেই।’
ভোটের ফল মেনে নেবেন কি না-জানতে চাইলে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। রাজনীতিবিদ হিসেবে জয়কে জয় হিসেবে এবং পরাজয়কে পরাজয় হিসেবে মেনে নেয়া উচিত। আমি মাটির মানুষ হিসেবে সবকিছুই মেনে নেব।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর