 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
গাজীপুর : গাজীপুর নির্বাচনের ফলাফল ঘোষণার শুরুতেই সুখবর পাচ্ছে আ.লীগ। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। সেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৬৫৫ ভোট এবং বিএনপির ধানের শীষের প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ২৯৬ ভোট।
মঙ্গলবার (২৬ জুন) বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল আটটায় একযোগে সিটি এলাকার ৪২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে নির্বাচন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো সিটি করপোরেশন এলাকা। নির্বাচনী এলাকায় টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচনী এলাকার সব অফিস, কল-কারখানা, স্কুল-কলেজসহ প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। মোট সাত মেয়র প্রার্থীর পাশাপাশি ২৫৪ জন সাধারণ কাউন্সিলর ও ৮৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।