কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: চাঁদা দিতে অস্বিকার করায় দোকানে ইয়াবা রেখে ব্যবসায়ীকে পুলিশ দিয়ে হয়রানীর চেষ্টার প্রতিবাদে গত শুক্রবার বিকালে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ বাজারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই সভাপতিত্ব করেন। মাদকাশক্ত ও মাদক ব্যবসায়ীদের অত্যাচার, নির্যাতনে অতিষ্ট হয়ে অসহায় ব্যবসায়ী ও এলাকাবাসি স্বতস্ফূর্ত এ সমাবেশ আয়োজন করেন। এতে এলাকার হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার ইন্সপেক্টর অপারেশন মনিরুজ্জামান খান, সিংহশ্রী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জাহিদুর রহমান , রায়েদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মস্তফা কামাল বাদল, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন আকন্দ, যুবলীগ নেতা আল আমীন প্রমূখ।
উল্লেখ, সম্প্রতি রায়েদ বাজারের সাধারণ ব্যবসায়ী শামীমের দোকানে চাঁদা দাবী করে না পেয়ে কৌশলে ইয়াবা রেখে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করে মাদক স¤্রাট নামে খ্যাত বাবুল, কামাল, রোবেল, আল-আমিন, মাসুদ, ইসলাম উদ্দিন, হামিদ ও তার সাঙ্গ-পাঙ্গরা। পুলিশ দিয়ে ব্যবসায়ীকে হয়রানী করার চেষ্টা করে শেষ পযর্šÍ উল্টো তারাই ফ্যাঁসে যায়। দোকানে স্থাপিত সিসি ক্যামেরায় ইয়াবা রাখার চিত্র ধরা পড়ায় উল্টো তাদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা (নং- ১১ (৭) ২০১৮) দায়ের করা হয়েছে। ইতিপূর্বেও মাদক স¤্রাট বাবুল ও তার সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। মাদকাশক্ত ও মাদক ব্যবসায়ীদের কোন প্রকার সহযোগিতা না করার জন্য থানা পুলিশের প্রতি অনুরোধ জানান।
পাশর্^বর্তী সিংহশ্রী ইউনিয়ন পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহিদুর রহমান সমাবেশে তার বক্তব্যে বলেন, মাদক ব্যবসায়ী বাবুল একজন বড় ধরনের সন্ত্রাসী। তাকে নজরদারী করায় সে আমাকে প্রান নাশের হুমকী দিয়েছিল।
এব্যাপারে তার বিরুদ্ধে সাধারণ ডায়রী করা হয়েছে। সমাবেশে ব্যবসায়ী ও এলাকাবাসি অভিযোগ করে বলেন, মাদক স¤্রাট বাবুল ও তার সাঙ্গ-পাঙ্গদের পুলিশ একাধিকবার আটক করলেও অদৃশ্য কারনে ছাড়া পেয়ে যায়।