 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ ‘‘স্বয়ংসম্পূর্ন মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় ১৯ জুলাই বৃহস্পতিবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদ্বোধণ করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী, পোনা মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
কাপাসিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদ্বোধণ করেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির সদস্য সচিব জহিরুল আমিন।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম প্রমূখ। সফল মৎস্য চাষী হিসাবে মনো সেক্স তেলাপিয়া চাষে মোশারফ হোসেন, কার্প-মিশ্র মাছ চাষে মোহাম্মদ মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, শরিফ হোসেন, রতন চন্দ্র বর্মণকে পুরস্কৃত করা হয়েছে।