রবিবার, ২৯ জুলাই, ২০১৮, ০৭:২৪:২২

কাপাসিয়ায় ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু

কাপাসিয়ায় ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম মেলার উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশীষ কুমার কর, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান প্রমুখ। 

মেলায় ৩০টি ষ্টলে বিভিন্ন ফল ও বৃক্ষের প্রদর্শন করা হয়। ষ্টল সমূহে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে কৃষকের উৎপাদিত বিভিন্ন ফল যেমনঃ কাঁঠাল, আম, আনারস, বিলাতি গাব, পেয়ারা, জাম্বুরা, লটকন, কমলা, মাল্টা, রাম্বুটান, আমড়া ইত্যাদি ফল প্রদর্শিত হয়েছে। আগামী ৩১ শে জুলাই মঙ্গলবার পর্যন্ত মেলা চলবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে