 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে ১ কেজি গাঁজা ও ২১০ পিস ইয়াবাসহ মোঃ মানিক মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোঃ মজনু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মামলার বাদী এ এস আই মোঃ মাসুদ রানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার সুলতানপুর শাহী মসজিদের পাশে কাঁঠাল বাগানে অবৈধ মাদক দ্রব্য ক্রয়- বিক্রয়ের সময় ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মানিক মিয়া পানিতে ঝাঁপিয়ে পড়লে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা, অর্ধগলিত ২১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ শফিকুল ইসলাম জানায়, মাদক ব্যবসায়ী মানিক মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে পাঁচটি মাদকের মামলা রয়েছে। তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।