মঙ্গলবার, ০৭ আগস্ট, ২০১৮, ০৬:০৫:৩১

মিডিয়ায় মিথ্যাচারের প্রতিবাদে সোহেল তাজ

মিডিয়ায় মিথ্যাচারের প্রতিবাদে সোহেল তাজ

নিউজ ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তাঁর বিরুদ্ধে মিডিয়ায় মিথ্যা খবর রটানোয় প্রতিবাদ জানিয়েছেন। গত রোববার তাঁর ফেসবুক পেইজ থেকে পোস্ট করে তিনি এ প্রতিবাদ জানান।

উদ্দেশ্যমূলকভাবে তাকে নিয়ে কেউ মিথ্যা রটাচ্ছে বলে একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। অতি দ্রুত সে নিউজ পোর্টাল থেকে তাঁর  সংবাদ সরিয়ে ফেলার ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য ক্ষমা চাওয়ার আহবান জানান সোহেল তাজ। ফেসবুকে তার পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো:

সকলের অবগতির জন্য জানাচ্ছি যে সম্প্রতি "আমারদেশ ২৪৭" এ আমাকে নিয়ে একটি সাক্ষাৎকার ছেপেছে যার শিরোনাম "নীতি-আদর্শ বিচ্যুত হয়ে আজ একটা ব্রষ্ট দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ"- সোহেল তাজ।

এটা "ফেইক নিউস"- আমি "আমারদেশ ২৪৭ কে কোন সাক্ষাৎকার দেইনাই আর এই হেডলাইন এর উক্তি ব্যাক্ত করিনাই। এটা বিভ্রান্তি সৃষ্টি করার একটি অপচেষ্টা। আমি আমারদেশ ২৪৭ কে অনুরোধ করছি এই আর্টিকেল টি অতি সত্তর নামিয়ে ফেলার জন্য এবং অনুমতি ছাড়া এই ধরণের বক্তব্য প্রকাশের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে