মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮, ০৫:০১:০৬

কাপাসিয়ায় বিনা মূল্যে ডায়াবেটিস চিকিৎসা সেবা ও সচেতনতা বৃদ্ধি ক্যাম্প

কাপাসিয়ায় বিনা মূল্যে ডায়াবেটিস চিকিৎসা সেবা ও সচেতনতা বৃদ্ধি  ক্যাম্প

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলা শহরে বিনা মূল্যে ডায়াবেটিস চিকিৎসা সেবা ও সচেতনতা বৃদ্ধি ক্যাম্প পরিচালিত হয়েছে। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় ৩’শ নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহন করেছেন। এতে রোগিদের ডায়াবেটিস সনাক্তকরণ ও নানা রোগের চিকিৎসাপত্র প্রদান করা হয়।    

রেনাটা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের সহযোগিতায় কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে  দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন  প্রধান অতিথি উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি  ইঞ্জিনিয়ার হামিদুল হক, অতিথি বক্তা আবু নাঈম, আওয়ামীলীগ নেতা আব্দুল কবির, আব্দুল হালিম খোকন, সদর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, চীফ মেডিক্যাল অফিসার ডাক্তার যুলকার নাইম ইবনে নোমান, ডাঃ জাহিদ মাহমুদ আকন্দ, ডাঃ তাসমিয়া উলফাত মিশু প্রমূখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে