এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গতাজ এক ও অবিচ্ছেদ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু বাংলাদেশের শ্রষ্টা। যারা সৃষ্টি করেন তাদের কোন মৃত্যু নেই। বঙ্গবন্ধু তাই চিরঞ্জীব-মৃত্যুঞ্জয়ী। বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ার ধারাবাহিকতায়ই দেশ আজ আধুনিক উন্নয়নশীল বাংলাদেশে পরিনত হয়েছে। আমাদের যুব সমাজকে আজ প্রতিজ্ঞা করতে হবে, ‘জন্মের সময় আমি যে রূপ দেশ পেয়েছি, মৃত্যুর আগে তার চেয়ে উন্নত দেশ রেখে যেতে চাই’। তাহলেই বঙ্গবন্ধু ও তাজউদ্দীনের আদর্শের জন্য কিছু করা হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় গতকাল মঙ্গলবার বিকেলে এক ‘গ্রাম সমাবেশ ও আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ্ খান বলেন, জিয়াউর রহমানের আশকারা পেয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর আত্ম স্বীকৃত খুনি কর্নেল ফারুক ও রশিদ জাতির জনককে হত্যার পূর্ব পরিকল্পনার কথা জিয়াউর রহমানকে আগেই জানিয়ে ছিল। তখন জিয়াউর রহমান তাদের বলেছিল আমি তোমাদের এ কাজে নিজেকে জড়াতে পারবনা। তবে তোমরা যদি মনে কর অতি গোপনে এ কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারবে তবে সামনে এগিয়ে যাও। এ কথা গুলো কর্নেল ফারুক ‘দ্যা ডন’ পত্রিকার সাথে এক সাক্ষাতকারে ১৯৭৬ সালে স্বীকার করেছিল। একজন উর্ধতন অফিসার হিসেবে জিয়াউর রহমানের দায়িত্ব ছিল সরকারকে এ বিষয়টি জানিয়ে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া। কিন্তু সে তা না করে খুনিদেরকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এ থেকে প্রমাণিত হয় জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের সাথে সরাসরি জড়িত ছিল।
উপজেলার টোক ইউনিয়নের বীর উজুলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় টোক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মফিজউদ্দিনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও কাপাসিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক ও কাপাসিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান সেচ্ছাসেবকলীগ সভাপতি মজিবুর রহমান, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম প্রমুখ।