এফ এম কামাল হেসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা আন্তঃস্কুল ফুটবল খেলায় গতকাল মঙ্গলবার বিকেলে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ব্যাপক মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার শিকার ।
এছাড়া তিন দফা হামলার ঘটনায় খেলোয়ার ও দর্শক সহ অন্তত ৫ জন মারাত্বক ভাবে আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট ক্রিড়া সংস্থার সহ-সম্পাদক ও উপজেলা যুবলীগৈর সহ-সভাপতি এনামূল সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিক্ষকের উপর হামলার ঘটনায় আজ বুধবার সকালে শিক্ষকরা উপজেলা শহরে মানব বন্ধন কর্মসূচি ঘোষনা করেছেন।
জানাযায়, উপজেলার কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যানুতে কুহিনুর স্কুল অ্যান্ড কলেজ বনাম আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজ টিমের মধ্যে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা চলছিল। খেলার শেষ পর্যায়ে কুহিনুর স্কুল অ্যান্ড কলেজ টিমের গোল কিপার’কে প্রতিপক্ষ আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজ টিমের এক খেলোয়ার ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন গোল কিপার উঠে গিয়ে ওই খেলোয়ারকে থাপ্পর মারে।
এব্যাপারে রেফারী গোল কিপারকে লাল কার্ড প্রদশর্ণ করলে কুহিনুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রুহুল আমীন তাতে প্রতিবাদ জানান। তখনই ক্রিড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি এনামূল সরকার ওই শিক্ষকের উপর কিল, ঘুষি, লাথি ও সন্ত্রাসী হামলা চালায়। এ সময় দুই পক্ষের মাঝে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা ও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে খেলা পন্ড হয়ে যায়।
উভয় পক্ষই বাড়ি ফিরার পথে তরগাঁও মেডিকেল মোড় এলাকায় দুই পক্ষের মাঝে ব্যাপক মারামারির ঘটনা ঘটে। এসময় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সাকিব, কুহিনুর স্কুল অ্যান্ড কলেজ টিমের গোল কিপার তাজিম সহ অন্তত পক্ষে ৫ জন মারাত্বক ভাবে আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।
খেলা চলাকালীন সময়ে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ভ্যানু স্কুল কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির, উপজেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, সাধারণ সম্পাদক জাকির হোসেন বকুল, উপজেলা স্কাউট আন্দোলনের সাধারণ সম্পাদক ও এম আর উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক আওলাদ হোসেন নয়ন প্রমূখ। খেলা’কে ন্দ্রে করে মারামারির ঘটনার ব্যাপারে উপস্থিত সকলেই সত্যতা স্বিকার করেছেন।