 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : ‘অনির্বাণ আগামী’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের কাপাসিয়ায় বৃহস্পতিবার সকালে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ বণার্ঢ্য আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও গণসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, কাপাসিয়া জোনাল অফিসের সার্বিক ব্যবস্থাপনায় অফিসের কর্মকর্তা, কর্মচারী, সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তাগণ, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহনে সকালে বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন।
পরে উপজেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে গ্রাহক সচেতনতা মূলক এক পথসভা অনুষ্ঠিত হয়। জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম।
অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ্, সহকারী কমিশনার (ভূমি) নিলিমা রায়হানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সদর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আলাউদ্দিন শেখ, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মামুন প্রমূখ।