এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরন উপলক্ষ্যে বর্নাঢ্য আয়োজন করা হয়। নবীন-প্রবীনদের আগমনে এবং নানা রং বে-রংয়ের ব্যানার, ফ্যাস্টুনে কলেজ ক্যাম্পাস মূখরিত হয়ে উঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি উপস্থিত ছিলে। পরে কলেজ ক্যাম্পাসে নতুন নির্মিত ‘বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ আইসিটি ভবন’ উদ্বোধণ করেন। ভবনটি মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়ণে নিমার্ণ করা হয়।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম প্রধানের পরিচালনায় অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, কলেজ অধ্যক্ষ মোঃ ছানাউল্লাহ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, জেলা ছাত্রলীগর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন শাওন, মোঃ জাহিদুল আলম রবিন, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছঅত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ূম ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকত, নবীন শিক্ষার্থীদের পক্ষে রিদি দাস, ফজলে রাব্বি প্রমূখ। এছাড়া ছাত্রলীগের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত ১০ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে। পরে বিশিষ্ট শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।