 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী পুস্পস্তবক অর্পণ, কুরআনখানি, মিলাদ, দোয়া সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে গাজীপুরের কাপাসিয়ার হান্নান শাহ্’র ঘাগটিয়ার নিজ বাড়ি আঙ্গিনায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রয়াত হান্নান শাহ্’র বড় ছেলে শাহ্ রেজাউল হান্নান, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম বেপারী, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন বেপারী, এফ এম কামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাড. আজিজুর রহমান বাবুল, উপজেলা যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন অলক, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোফাজ্জল হোসেন ইফতি, ওলামা দলের সভাপতি সিদ্দিক হোসেন প্রমূখ।
এছাড়া উপজেলা বিএনপির ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ, হান্নান শাহ্ গত ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। হান্নান শাহ্ ১৯৪২ সালে কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামে সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম ফকির আব্দুল মান্নান ছিলেন পাকিস্তান আমলের মন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। ১৯৫৬ সালে ঢাকার সেন্টগ্রেগরি স্কুল থেকে মেট্রোকোলেশন পাস এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৬০ সালে বিএসসি অধ্যয়ণকালে পূর্ব পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৬২ সালে সামরিক একাডেমি কাকুল থেকে কমিশন প্রাপ্ত হন। ১৯৮৩ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকাকালীন সময়ে এরশাদ সরকার বাধ্যতামূলক তাঁকে অবসর প্রদান করেন। হান্নান শাহ্ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান ছিলেন। হান্নান শাহ্ ১৯৮৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন।