 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র স্মরণে এবং শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের কারামুক্তি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের পরিচালনায় ঘাগটিয়াস্থ হান্নান শাহ্’র বাড়ি আঙ্গিনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হান্নান শাহ্ পুত্র কারামুক্ত বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন বেপারী, টোক ইউনিয়ন বিএনপি সভঅপতি আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হক চাঁন মিয়া, কাপাসিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপি নেতা মোমতাজ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন অলক, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোফাজ্জল হোসেন ইফতি প্রমূখ। এর আগে নেতা কর্মীরা হান্নান শাহ্’র কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন এবং সদ্য কারামুক্ত শাহ্ রিয়াজুল হান্নান’কে নেতা কর্মীরা ফলেল শুভেচ্ছা জানান। সারাদিন বৈরী আবহাওয়ার মাঝেও বিভিন্ন ইউনিয়ন থেকে স্মরণ সভায় শত শত নেতা-কর্মী ও সমর্থকরা অংশ গ্রহন করেন।