 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়ামের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ শিকদার শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরে ব্যাপক গণসংযোগ করেছেন।
ডাঃ শহীদুল্লাহ্ সিকদার নেতা-কর্মীদের সাথে নিয়ে শহরের সদর বাস টার্মিনাল, কাপাসিয়া বাজার, পুরাতন বাস স্ট্যান্ড, কলেজ রোড, সিনেমা হল মোড়, থানার মোড়, কাঁচা বাজার ও উপজেলা রোডসহ বিভিন্ন স্থানে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতা সাধারনের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি জনসাধারণের মাঝে কাপাসিয়া উপজেলা গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেন। গণসংযোগে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা অ্যাড. দুলন ভৌমিক, উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এম এ গনি, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উৎপল বনিক, মাহফুজ প্রমূখ।