এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭ গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি এমপি ২৬ নভেম্বর, সোমবার বেলা আড়াইটায় সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রিমি তাঁর বোন শারমিন আহমদ রিপি, মাহজাবিন আহমদ মিমি, স্বামী মোস্তাক হোসেন, ছেলে রাকিব হোসেন, উপজেলা আওয়ামলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রবীণ শিক্ষক আব্দুল কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান কে সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ূন কবীর, পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহিম মনোনয়ন ফরম গ্রহণ করেন।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রীনা পারভিন, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহমেদ সেলিম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আইয়ূবুর রহমান সিকদার, বারিষাব ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এস এম আকতারুজ্জামান বাবলু, চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর আলম, কড়িহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগের সভানেত্রী রওশন আরা সরকার, ইউপি সদস্য ও উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা রুহিতা, জেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন শাওন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাজহারুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দর্জী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ূম ভূঁইয়া, সাধারণ সম্পাদক সৈকতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রয়াত আওয়ামীলীগ নেতা খালেদ খুররমের বাসবভন চত্বরে দলীয় নেতা কর্মী ও পরিবারের লোকজনদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।