নিউজ ডেস্ক: টঙ্গীর ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর সমঝোতায় পৌঁছেছে তাবলিগ জামাতের দুই পক্ষ। প্রশাসনের সঙ্গে আলোচনার পর দুই পক্ষ সমঝোতায় রাজি হয় বলে জানা গেছে।
এর আগে আজ শনিবার সকাল থেকে রাজধানীর বিমানবন্দর সড়ক, আবদুল্লাহপুর ও এর আশেপাশের এলাকায় মুখোমুখি অবস্থান গ্রহণ করে তাবলিগ জামাতের দুই পক্ষ। তাদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। আহত হন আরো শতাধিক মানুষ। সংঘর্ষের কারনে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।