এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমসহ বিভিন্ন পর্যায়ের ৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী দূর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির হিমু।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলার নাশেরা গ্রামের সুপার মার্কেট সংলগ্ন সড়কে ১০/১২ জন দুস্কৃতিকারী অর্তকিতে হামলা চালিয়ে ককটেল ফাটিয়ে টানানো নৌকায় আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ আনা হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে থানা পুলিশ ২২ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, ওলামা দল ও শ্রমিক দলের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের মৃত: বারেকের পুত্র বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ (৬৪), বিএনপি নেতা খিরাটি গ্রামের সুরুজ আলীর পুত্র মুকুল মিয়া (৫৫), তরগাঁও গ্রামের মৃত মহিউদ্দিনের পুত্র স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ইব্রাহিম খলিল (৪০), কড়িহাতা ইউনিয়নের চর খামের গ্রামের মৃত: আঃ ছাত্তারের পুত্র বিএনপি নেতা নজরুল ইসলাম (৪৮), তরগাঁওয়ের নবীপুর গ্রামের খালেক মুন্সির পুত্র বিএনপি নেতা জামাল উদ্দিন (৬৩), কড়িহাতা ইউনিয়নের মাটিকাটা গ্রামের জহর আলী মাঝির পুত্র হালিম উদ্দিন মাঝি (৪৫), রাউৎকোনা গ্রামের রফিকুল ইসলামের পুত্র শ্রমিকদল নেতা ওমর ফারুক চাঁন মিয়া (৪০), আড়ালিয়া গ্রামের মৃত: চাঁন্দে আলীর পুত্র ঔষধ ব্যবসায়ী যুবদল নেতা আশরাফ হোসেন খোকা (৪০), ডুমদিয়া গ্রামের নজরুল ইসলাম কেরামতের পুত্র ছাত্রদল নেতা হাছান মিয়া (২২), কাশেরা গ্রামের মৃত: আলাউদ্দিনের পুত্র বিএনপি নেতা জামশেদ আলী বাচ্চু (৪৯), মৈশন গ্রামের মৃত: বনি আমিনের পুত্র মুকছুদুল আমান অনি (২৪), সরসপুর গ্রামের কামরুজ্জামানের পুত্র নাজমূল ইসলাম হৃদয় (১৮), সরসপুর গ্রামের মৃত নুরুল ইসলাম ব্যাপারীর পুত্র বিএনপি নেতা মাসুদ ব্যাপারী (৩৫), চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের মৃত ইসমাইল মোড়লের পুত্র বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল (৩৯), মৈশাধামনা গ্রামের মৃত: আব্দুল হেকিম মোড়লের পুত্র মোঃ ফরিদ মিয়া (৪৮), মৈশাধামনা গ্রামের মৃত: আবু সাঈদ মোড়লের পুত্র মোঃ সারফুদ্দিন মোড়ল (৩৩), বিএনপি নেতা বানার হাওলা গ্রামের মৃত আব্দুর রহমান মালুর পুত্র মোজ্জাম্মেল হক রিপন (৩৬), ভিটিপাড়া গ্রামের মৃত রহমত আলীর পুত্র ওলামা দল নেতা মোঃ ফাইজ উদ্দিন (৬০), মৈশাধামনা গ্রামের মোঃ মোতালেব খানের পুত্র মাসুদ খান (৩৪), তরুন গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র মোঃ নুরুল ইসলাম (৬০), পেওরাইট গ্রামের সামসুদ্দিনের পুত্র মোঃ আরজু মিয়া (৪৭), সোহাগপুর গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র হাদিউল ইসলাম (৩৫)। গ্রেফতারকৃতদের নিয়মিত ও নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে। অধিকাংশের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে।