 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির প্রচারনার নির্বাচনী শেষ জনসভা বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা অ্যাড. মোমতাজ উদ্দীন মেহেদী, কেন্দ্রীয় কৃষকলীগ সভাপতি আলহাজ¦ মোতাহার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সভঅপতি মাহবুব উদ্দীন সেলিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ূম ভূঁইয়া প্রমূখ। এছাড়া রিমি ও সোহেল তাজের পরিবারের অন্যান্য সদস্যরাও জনসভায় উপস্থিত ছিলেন।
স্বাধীনতা সংগ্রামে তাজউদ্দীন আহমদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে সোহেল তাজ উপস্থিত কাপাসিয়ার ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, বিগত দিনে তাজউদ্দীন পরিবারের প্রতি আপনারা আস্থা-বিশ^াস রেখে নৌকা মার্কায় ভোটে দিয়েছেন। আমরা আপনাদের কাছে চির কৃতজ্ঞ।
সিমিন হোসেন রিমি বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার পিতা তাজউদ্দীন আহমদকে সম্মান দেখিয়ে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আর আপনারা আমাকে সর্বাত্বক সমর্থন জানিয়েছিলেন। কাপাসিয়া বাসিকে সাথে নিয়ে আপনাদের আমানত রক্ষা করার চেষ্টা করেছি। বিগত দিনে কাপাসিয়ার ব্যাপক উন্নয়ন করেছি। আগামী দিনেও কাপাসিয়ার সার্বিক উন্নয়নে আপনাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করছি। দলীয় নেতা-কর্মীদের যে কোন পরিস্থিতি মোকাবেলা করে শান্তিপূর্ণ ভাবে নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানান। নেতা-কর্মীরা দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে নৌকা মার্কার বর্ণাঢ্য শোভাযাত্রা করে নির্বাচনী জনসভায় যোগদেন।