শনিবার, ০৫ জানুয়ারী, ২০১৯, ০২:০৭:৩৭

হঠাৎ গাড়ি থামিয়ে রাস্তার পাশের টং দোকানে চা খেলেন প্রতিমন্ত্রী চুমকি

হঠাৎ গাড়ি থামিয়ে রাস্তার পাশের টং দোকানে চা খেলেন প্রতিমন্ত্রী চুমকি

কালীগঞ্জ (গাজীপুর) : শনিবার সকাল সাড়ে ১০টা। প্রতিমন্ত্রী চুমকি তার নির্বাচনী আসনের গাজীপুরের দেওপাড়া এলাকার বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন। এ সময় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের বাঘারপাড়া নামক স্থানে চালককে হঠাৎ গাড়ি থামাতে বলেন। পরে তিনি সড়কের পাশে এক নারী চা দোকানির টং দোকানে বসে চা পান করেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে স্বামী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পরাশসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওই দোকানে চা পানকালে প্রতিমন্ত্রী বলেন, বিগত ১০ বছরে স্থানীয় মানুষের সুখ-দুঃখে যেমন পাশে ছিলেন, ইনশাআল্লাহ জীবনের বাকি দিনগুলোতেও পাশে থাকতে চান। তাদের মাঝে বেঁচে থাকতে চান আজীবন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী হন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ আসনে এটি তার হ্যাট্রিক জয়।

প্রতিমন্ত্রী চুমকি ২০০৮ ও ১০১৪ সালে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। দুইবারই তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি গাজীপুর ও নরসিংদীর সংরক্ষিত নারী আসনের মহিলা সংসদ সদস্যও ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে