 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নিউজ ডেস্ক: শ্বশুর হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। গতকাল একটি পারিবারিক অনুষ্ঠানে ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদ তাজের এনগেজমেন্টে হয়। তবে কনের পরিবারের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
এনগেজমেন্টের ছবি ফেসবুকে আজ পোস্ট করেছেন তুরাজের মা কনকা করিম। তিনি ইংরেজি দৈনিক নিউ এজ-এর সহকারী সম্পাদক।
তুরাজ তাজ সম্প্রতি লন্ডনের লিংকনস ইনন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাস করেছেন।
তুরাজের দাদা তাজউদ্দীন আহমদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। জাতীয় চার নেতার একজন। একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন। দেশের জন্য রাজনীতি করতে গিয়ে জীবন দিয়েছেন।
তুরাজের দাদি সৈয়দা জোহরা তাজউদ্দীন দেশের সর্বপ্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরেছিলেন। দলটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন। আমৃত্যু দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।