কাপাসিয়ায় শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ ১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়েছে।
কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বজলুর রশীদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আশীষ কুমার কর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাফিজ উদ্দিন, আব্দুল হাই চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আইন উদ্দিন, আব্দুল আওয়াল প্রমূখ। সংবর্ধণা অনুষ্ঠানে ৫ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এর আগে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন করেন কাপাসিয়ার স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, কাপাসিয়া থানা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, কাপাসিয়া প্রেস ক্লাব, কমিউনিষ্ট পার্টি, বাসদ, গণতন্ত্রী পার্টি, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, কাপাসিয়া ডিগ্রি কলেজ, উদীচী শিল্পী গোষ্ঠী, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জাতীয় শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, শহীদ রাজিব প্রজন্ম, প্রাইভেট হসপিটাল। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকালে থানা পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, কাপাসিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ ছানাউল্লাহ্, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির প্রমূখ।
১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস