পরামর্শ করে স্বামী-স্ত্রীর আত্মহত্যা!
মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি : প্রথম স্ত্রীর সাথে ঝগড়া করে একপ্রকার পরামর্শ করেই আত্মহত্যা করেছেন দ্বিতীয় স্ত্রী ও তার স্বামী। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরে।
আজ রোববার বিকেলে কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় ভাড়া বাসা থেকে বিল্লাল হোসেন (২২) ও মর্জিনা বেগম (২০) নামে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই দম্পতি একসঙ্গে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ নিহতের বড় স্ত্রী আছমা বেগম, বড় ভাবী আনিছা বেগম এবং বাড়ির মালিকের শ্যালক মজনু মিয়াকে আটক করেছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের বাদশা মিয়ার বাড়িতে ছয় মাস আগে স্ত্রী আছমা ও ছোট ছেলে রাসেলকে নিয়ে বসবাস শুরু করেন রাজমিস্ত্রি বিল্লাল হোসেন। ওই বাসায় আসার কিছুদিন যেতে না যেতেই স্ত্রী আছমার সঙ্গে বিল্লালের দাম্পত্য কলহ শুরু হয়।
তারা জানায়, পরে গত ১৫/২০ দিন আগে স্বামীর সঙ্গে অভিমান করে ছেলে রাসেলকে নিয়ে বাবার বাড়ি চলে যান আছমা। এদিকে স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার সুযোগে একই বাসার অপর ভাড়াটিয়া মর্জিনার সঙ্গে বিল্লালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ১৬ ডিসেম্বর মর্জিনা বেগমকে বিয়ে করেন বিল্লাল।
সূত্র জানায়, অন্যদিকে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে গতকাল শনিবার রাতে স্বামীর ভাড়া বাসায় চলে আসেন প্রথম স্ত্রী আছমা বেগম। এ সময় বিল্লালের সঙ্গে আছমার ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে রোববার বিকেলে ঘরের ভেতর দ্বিতীয় স্ত্রী মার্জিনাকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বিল্লাল।
পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের দুজনের লাশ উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে দুজনের একসঙ্গে আত্মহত্যার বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় হাসপাতাল থেকে নিহতের বড় স্ত্রী আছমা বেগম, বড় ভাবী আনিছা বেগম ও বাড়ির মালিকের শ্যালক মজনু মিয়াকে আটক করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার এএসআই শওকত হোসেন গণমাধ্যমকে জানান, স্বামী-স্ত্রীর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�