গাজীপুর থেকে : ভারতের আসামে ঘোষিত জাতীয় নাগরিক নিবন্ধনকে (এনআরসি) দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করছি না এবং করতে চাই না। তারা যদি আমাদের ব্যাপারে কিছু জানতে চায়, তাহলে আমাদের প্রতিক্রিয়াটা আমরা জানাব।’
স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার সকালে গাজীপুরের কাশিমপুরে কারা কমপ্লেক্সে কারারক্ষীদের ৫৬তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার ভারতের আসাম রাজ্যে এনআরসি প্রকাশ করা হয়। এই তালিকায় রাজ্যের ১৯ লাখের বেশি মানুষ নাগরিকত্ব থেকে বাদ পড়েছেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ১৯৭১ সালের পরে আমাদের বাংলাদেশ থেকে কোনো লোক ভারতে যাননি। যারা গিয়েছেন, তারা আগেই গিয়েছেন। ওই দেশ থেকে লোক যেমন এ দেশে এসেছেন, তেমনি আমাদের দেশ থেকেও গিয়েছেন। কাজই এনিয়ে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।’