ব্যতিক্রমি উদ্যোগ, ১৮০ মৃত ব্যক্তির স্মরণে ওয়াজ-দোয়া মাহফিল
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার মৈশন সেন্টু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের স্মরণে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মৈশন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ভৈরব বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেম আলহাজ্ব হাফেজ মোঃ তোফাজ্জল হোসেন ভৈরবী। দোয়া পরিচালনা করবেন উত্তর খামের ঈদগাহ্ মাঠের খতিব ও বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মুরশিদুর রহমান। বিশিষ্ট সমাজ সেবক ও কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হাফিজুল হক চৌধূরী আইয়ূবের সার্বিক ব্যবস্থাপনায় ও মরিয়ম ফাউন্ডেশন লিমিটেডের সহযোগিতায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন বিশিষ্ট সমাজ সেবক উত্তর খামের ঈদগাহ্ কমিটির সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম চৌধূরী মোখলেছ মিয়া। এলাকার বিশিষ্ট সমাজ সেবক মনোয়ার হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু। উল্লেখ্য, মরহুম সেন্টু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের স্মরণে প্রতি বছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ বছর ১৮০ জন মৃত ব্যক্তির স্মরণে দোয়া অনুষ্ঠিত হবে।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�