শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ০৩:১৪:৫৮

সবাইকে পী'রের মু'রিদ হতে হবে : আল্লামা শফী

সবাইকে পী'রের মু'রিদ হতে হবে : আল্লামা শফী

শ্রীপুর (গাজীপুর): সবাইকে পী'রের মু'রিদ হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। গাজীপুরের শ্রীপুর উপজেলা কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের ১২তম বা'র্ষিক পরী'ক্ষায় কৃ'তি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও দ'স্তারব'ন্দি মহাসম্মেনে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আল্লামা শাহ আহমদ শফী বলেন, ইসলামের চারটি মাজহাবের ইমামগণের পী'র ছিল। তাহলে আপনাদেরকেও মু'রিদ হতে হবে। আমি নিজেও মু'রিদ হয়েছি এবং আমারও পী'র আছেন। এখানে আমার খলিফাও রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের মাজহাবের ইমাম হলেন ইমাম আবু হানিফা। তাঁর পী'র ছিলেন ইমাম জাফর সাদেক (রহ.)। যেহেতু বিভিন্ন মাজহাবের ইমামদের পী'র ছিলেন এবং তাদের চাইতে আমাদের মর্যাদা বড় নয় সেহেতু আপনাদেরকেও মু'রিদ হতে হবে।

আল্লামা শাহ আহমদ শফী আহলে বাইয়াতের গুরুত্ব ব্যাখার পর উপস্থিত সকলকে তার কাছে মু'রিদ হওয়ার আহ্বান জানান। পরে তার সঙ্গে ত'ওবা-ইস্তে'গফার পড়তে বলে সকলকে মু'রিদ করেন ও তা'সবিহ তাহ'লিম করার নিয়ম কানুন শিখিয়ে দেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য মাওলানা আশেকে মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে