গাজীপুর: গাজীপুরের দু’টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রা'ন্ত বলে শনা'ক্ত হয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স দু’টি হলো, কালিগঞ্জ ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।শনিবার (১৮ এপ্রিল) জেলা সিভিল কার্যালয় থেকে এসব ত'থ্য পাওয়া গেছে।
জানা যায়, গাজীপুরের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ স্বাস্থ্যকর্মী এবং কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ জন করোনাভাইরাসে আক্রা'ন্ত বলে শনা'ক্ত হয়েছেন।
এ পর্যন্ত গাজীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জন করোনাভাইরাসে আক্রা'ন্ত বলে জানা গেছে। এনিয়ে গাজীপুরে ১৪৯ জনের করোনা শনা'ক্ত হয়েছে। এর মধ্যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও পুলিশ রয়েছে। এদিকে, জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩৪৭ জন ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪৯জন।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম জানান, গাজীপুর একটি শিল্প এলাকা। তাই দিন দিন করোনাভাইরাসে আক্রা'ন্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্র'মও বৃদ্ধি করা হচ্ছে।