সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ০৮:৫৫:১৯

কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

গাজীপুর থেকে : সম্প্রতি কালবৈশাখী ঝড়ে বর্গা চাষি বাবুল মাতুব্বরের ২ বিঘা জমির ধান মাটিতে নুয়ে পড়ে ক্ষ'তিগ্র'স্থ হন। প্রান্তিক এই কৃষক তার পাক ধান কেটে বাড়িতে আনার মতো কোনো শ্রমিক না পেয়ে দিশেহা'রা হয়ে পড়েন। করোনো ভাইরাসের জন্য জারি করা লকডাউনের কারণে গাজীপুর মহানগরের টঙ্গী গাজীপুরা এলাকার বাসিন্দা বাবুল ধান ঘরে তোলার আশা ছেড়েই দিয়েছিলেন।

অবশেষে বাবুলের এই অবস্থার কথা জেনে সোমবার সকালে তার বাড়িতে ছুটে যান টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু। তবে তিনি একা নন, সঙ্গে নিয়ে যান ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী। গাজীপুরা বিলের ওই ধান ক্ষেতে কাঁচি হাতে নেমে পড়েন তারা। 

মশিউর রহমান সরকার বাবু বলেন, সামাজিক দূরত্ব বজায়ে রেখে ওই কৃষকের ২ বিঘা জমির ধান তারা কেটে মাথায় করে বাড়িতে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, মাড়াইও করে দিয়েছেন। জাতির এই চ'রম দুঃসমেয় স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল টঙ্গীর সকল ছাত্রলীগ নেতাকে বি'পদগ্র'স্থ কৃষকের পাশে দাঁড়ানোর জন্য নির্দে'শ দিয়েছেন বলে জানান বাবু। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে