কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেলেন হাসপাতালের স্টাফ, ছোয়া এগ্রো পোডাক্টের শ্রমিকসহ করোনাভাইরাসে আক্রা'ন্ত ৪৬ জন। সোমবার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচও ডা. শামসুল আলম শাওন জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়া সবাইকে নিজ নিজ বাড়িতে আরও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
তিনি জানান, করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে তারা হাসপাতাল কমপ্লেক্সের সৈয়দা জোহরা তাজউদ্দীন নাসিং কলেজ, রায়েদ মডিউল কমিউনিটি হাসপাতাল ও নিজ নিজ বাড়ির আসোলেশনে ছিলেন। দ্বিতীয়বারের করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় এদের সবার করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ১৬ জন ও রোববার ৩০ জনসহ মোট ৪৬ জন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে কাপাসিয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ২৪ জন, ছোয়া এগ্রো পোডাক্টের ১৩ জন এবং বাকিরা উপজেলার বিভিন্ন গ্রামের। উপজেলা থেকে এ পর্যন্ত ছয় শতাধিক নমুনা পাঠানো হয়েছে। এদের মাঝে ৭০ জনের পজিটিভ পাওয়া যায়।