সোমবার, ২৯ জুন, ২০২০, ০৫:৫৬:১৯

গাজীপুরে মন্ত্রী মোজাম্মেল হকের স্ত্রীর দাফন সম্পন্ন

গাজীপুরে মন্ত্রী মোজাম্মেল হকের স্ত্রীর দাফন সম্পন্ন

গাজীপুর থেকে : মু'ক্তিযু'দ্ধ বিষয়কমন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনায় (৭১) আ'ক্রা'ন্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তে'কাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। 

সোমবার সকাল পৌনে ৮ টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা'রা যান তিনি। মৃ'ত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জোহরের নামাজের পর গাজীপুর সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন দারুস সালাম মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ওই কবরস্থানে দাফন করা হয়। 

জানাজায় মরহুমের স্বামী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম এবং আওয়ামী লীগের নেতা কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে