রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১১:৫৬:৫৬

চার ভাগে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

চার ভাগে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

নিউজ ডেস্ক : এবার চার ভাগে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১১ সাল থেকে দুই পর্বের ইজতেমা শুরু হয়। দেশের ৩২টি জেলার মুসল্লিদের নিয়ে টঙ্গী তুরাগ তীরে দুই ধাপে আগামী ৮ জানুয়ারি শুরু হবে ২০১৬ সালের বিশ্ব ইজতেমা এবং শেষ হবে ১০ জানুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি এবং আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ১৭ জানুয়ারি। এবার প্রথম ধাপে বিশ্ব ইজতেমায় অংশ নেবে দেশের ৩২টি জেলার মুসল্লি। বাকি ৩২ জেলার মুসল্লিরা আগামী ২০১৭ সালে দুই ধাপে বিশ্ব ইজতেমায় অংশ নেবে। বিশ্ব ইজতেমার শীর্ষ পর্যায়ের মুরুব্বিরা ইজতেমার এ তারিখ নির্ধারণ করেছেন। তবে বিদেশি মুসল্লিরা প্রতিবছর বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন। ইজতেমা মাঠের ব্যাপক প্রস্তুতিতে স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র ও আশপাশের জেলা হতে তাবলিগ অনুসারী মুসল্লিরা অংশগ্রহণ করছেন। টঙ্গির তুরাগ তীরে ১৬০ একর জায়গার ওপর এজতেমা মাঠের ৯৫ ভাগ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, ইজতেমার ময়দানে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় এ বছর থেকে দেশের ৬৪ জেলাকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। এবারের বিশ্ব ইজতেমায় দুই ধাপে অংশ নেবে দেশে ৩২টি জেলার মুসল্লিরা। তিনি জানান, বাকি ৩২ জেলার মুসল্লিরা আগামী ২০১৭ সালে দুই ধাপে অংশ নেবে। প্রতিটি জেলার মুসল্লিরা এক বছর পর পর বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবে। যেসব জেলা এ বছর বিশ্ব ইজতেমায় অংশ নেবে সেই জেলাগুলো আগামী ২০১৭ সালে অংশ নিতে পারবে না। এবার যেসব জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে পারবে না সেখানে জেলায় জেলায় ইজতেমা অনুষ্ঠিত হবে। বিদেশি মুসল্লিরা প্রতিবছর বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবে। এবার থেকে প্রতিবছর ৩২ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নেবে। ২০১১ সালের আগে প্রতিবছর এক ধাপে অনুষ্ঠিত হতো বিশ্ব ইজতেমা। ইজতেমা এক পর্বে অনুষ্ঠানের দাবি : এদিকে শিল্পমালিক, স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ তাবলিগ অনুসারী মুসল্লিরা টঙ্গীর বিশ্ব এজতেমা পূর্বের মতো এক পর্বে অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। প্রথম ধাপে অংশ নেবে ১৭ জেলার মুসল্লি : এবারে বিশ্ব ইজতেমায় প্রথম ধাপে ১৭টি জেলার মুসল্লিরা অংশ নেবে। জেলা ও খিত্তাগুলো হলো- ঢাকা ১ থেকে ৬নং খিত্তায়, শেরপুর ৭নং খিত্তায়, নারায়ণগঞ্জ ৮ ও ১১নং খিত্তায়, নীলফামারী ৯নং খিত্তায়, সিরাজগঞ্জ ১০নং খিত্তায়, নাটোর ১২নং খিত্তায়, গাইবান্ধা ১৩নং খিত্তায়, লক্ষ্মীপুর ১৪ ও ১৫নং খিত্তায়, সিলেট ১৬ ও ১৭নং খিত্তায়, চট্টগ্রাম ১৮ ও ১৯নং খিত্তায়, নড়াইল ২০নং খিত্তায়, মাদারীপুর ২১নং খিত্তায়, ভোলা ২২ ও ২৩নং খিত্তায়, মাগুড়া ২৪নং খিত্তায়, পটুয়াখালী ২৫নং খিত্তায়, ঝালকাঠি ২৬নং খিত্তায় এবং পঞ্চগড় ২৭নং খিত্তায়। দ্বিতীয় ধাপে ১৫ জেলার মুসল্লি : দ্বিতীয় ধাপে অংশ নেবে ১৫টি জেলার মুসল্লি। ওইসব জেলা ও খিত্তাগুলো হলো- ঝিনাইদহ ৮নং খিত্তায়, জামালপুর ৯ ও ১১নং খিত্তায়, ফরিদপুর ১০নং খিত্তায়, নেত্রকোনা ১২ ও ১৩নং খিত্তায়, নরসিংদী ১৪ ও ১৫নং খিত্তায়, কুমিল্লা ১৬ ও ১৮নং খিত্তায়, কুড়িগ্রাম ১৭নং খিত্তায়, রাজশাহী ১৯ ও ২০নং খিত্তায়, ফেনী ২১নং খিত্তায়, ঠাকুরগাঁও ২২নং খিত্তায়, সুনামগঞ্জ ২৩নং খিত্তায়, বগুড়া ২৪ ও ২৫নং খিত্তায়, খুলনা ২৬ ও ২৭নং খিত্তায়, চুয়াডাঙ্গা ২৮নং খিত্তায় এবং পিরোজপুর ২৯নং খিত্তায়। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে