নিউজ ডেস্ক: তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৮ হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে। তবে অনেক শ্রমিক ঠিকমত এই বেতনও পায়না।
গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানায় বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে টঙ্গীর বিসিক এলাকার একটি পোশাক কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।
এসময় পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হন।